বন্ধ হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। এবার সেই পথেই হাঁটল টুইটার। গত বুধবার আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যার মূল কারন ছিল ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্য। যার জেরে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হল ডোনাল ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও। শুক্রবার ট্যুইটার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রে ফের হিংসার পন্থা নিতে পারে এমন আশঙ্কা রয়েছে। সেই কারণে তাঁর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে সাসপেন্ড করা হয়েছে।