শুক্রবারই রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় শুরু হয়েছে ভ্যাকসিনের ড্রাই রান। এবার দেশের জনগণ কীভাবে সেই ভ্যাকসিন পাবেন, তা নিয়ে সোমবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আগেই জানিয়েছেন, দেশের ১৩৩ কোটি মানুষকে প্রতিষেক দেওয়া মুখের কথা নয় ৷ তাই সুষ্ঠ পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। ১৩ জানুয়ারি থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে জরুরি ভিত্তিতে করোনা টিকাকরণ। প্রথম পর্যায়ে বিনামূল্যে ভ্যাকসিন পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা।