সারা রাজ্যের পাশাপাশি শুক্রবার সকাল থেকে কোভিডের টিকাকরণ প্রস্তুতি শুরু করল নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতাল। এইদিন সদর হাসপাতাল ছাড়াও বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল ও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে মক ড্রিল বা ড্রাইরান চলবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: অপরেশ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সম্পূর্ণভাবে নতুন এই কোভিড-১৯ টিকা সাধারণ মানুষের শরীরের প্রয়োগ করার আগে বেশ কয়েকটি পদ্ধতির মধ্য দিয়ে এগোতে হবে। এরপর সরকারি নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে প্রতিটি প্রান্তে টিকাকরণের কর্মসূচি চলতে থাকবে বলেও জানান তিনি।