বৃহস্পতিবার সকালে গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্ডিপুর এলাকায়চাঞ্চল্য ছড়ায় এক যুবকের ঝুলন্ত দেহ ঘিরে। তবে যুবকের পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত পরিচয় ওই যুবকের দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে আরামবাগ হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।