দেশীয় ভ্যাকসিন সর্বসাধারনে প্রয়োগের ছাড়পত্র পাওয়ার পরই দেশ জুড়ে চলে ড্রাই রান। এবার আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই দেশজুড়ে ভ্যাকসিন পাওয়া যাবে। দেশে ড্রাই রানের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সাথেই তিনি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। তবে প্রথমদফায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।