ভারতের তরফ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ২০২১ শের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত করা হয়েছিল। তবে করোনার প্রকোপ সাথেই করোনার নতুন স্ট্রেন আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। যার জেরে সম্প্রতি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সফর বাতিল করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ কারন ব্রিটেনে নতুন ধরনের করোনা সংক্রমণ দেখা দেওয়ায় তিনি ভারত সফরের কোনও ঝুঁকি নেননি৷ ভারতে না আসতে পারায় তিনি বিশেষভাবে দুঃখপ্রকাশ করেছেন। এই সফর বাতিল হওয়ায় ৫০ বছরে ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কেউ উপস্থিত থাকবেন না আর-ডে প্যারেডে৷ তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অদূর ভবিষ্যতে ভারত সফরের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।