শীতের মরশুমে চরুইভাতির আমেজটাই আলাদা। ইংরেজি নব্বর্ষের শুরু থেকেই নদিয়ার পায়রাডাংগা শিবপুরঘাট থেকে নৌকায় গঙ্গা পাড় হতে পশ্চিমবঙ্গ সরকারের টুরিস্ট স্পট মঙ্গলদ্ধীপে সুন্দর মনোরম পরিবেশে পৌছে যেতে পারেন। চারিদিকে গঙ্গা আর মাঝখানে এই দ্ধীপ। তবে বেশ কয়েকবছর আগে ঘটা করে উদ্বোধন হলেও তা রক্ষনাবেক্ষনের অভাবে কিছুটা জৌলুস হারিয়েছে। আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং পায়রাডাংগা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় প্রতিবছর শীতের আগে তা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। দূর দুরান্ত
থেকে আসে পর্যটক এবং ভ্রমন প্রিয় মানুষজন। তবে সমস্যা সন্ধ্যা নামতেই এক অন্য পরিবেশ। লক ডাউনের আগে এখানকার ছোট, ছোট দোকানীরা চরম সংকটে ছিলেন। আনলক সিস্টেম চালু হবার পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে রাজ্যের প্রতিটি প্রান্ত বাদ নেই মংগলদ্ধীপও। প্রতিদিন রানাঘাট থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত থাকেন যাতে কোন বিশৃঙ্খলা না সৃস্টি হয়। তবে নৌকায় মাঝে মধ্যে আত্যাধীক যাত্রী তুলছেন মাঝিরা। নাচ, গান হই হুল্লোরের মাঝে নৌকা পাড়াপাড়ে নিষেধাজ্ঞা অমান্য
করছেন। এছাড়া নৌকা ডুবির ঘটনা এড়াতে লাইফ জ্যাকেট কেউ পড়ছেন না।