এবার মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা৷ ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার৷ তা গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। তবে মন্ত্রিত্ব এবং দলের জেলা সভাপতির পদ ছাড়লেও বিধায়ক পদ ছাড়ছেন না লক্ষ্মীরতন শুক্লা৷ উত্তর হাওড়ার বিধায়ক তিনি। এখনই অন্য দলে যাচ্ছেন কি না, তাও স্পষ্ট নয়৷ প্রাক্তন ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। মন্ত্রিত্ব থেকে লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোনও জল্পনার কিছু নেই। খেলায় ফিরতে চায় লক্ষ্মীরতন শুক্লা। খেলায় আরও সময় দিতে চায়। তাই ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা।