নভেম্বর ও ডিসেম্বর মাসে চুরি হয়ে যাওয়া ২৫৮ টি মোবাইল উদ্ধার হল চন্দননগর পুলিশের প্রচেষ্টায়। মঙ্গলবার মোবাইলগুলি অভিযোগকারীদের হাতে তুলে দেন চন্দননগরের সিপি হুমায়ূন কবির। সিপি জানান,সাইবার ক্রাইম অনেক বেড়েছে এই সময়, বিভিন্ন থানায় অভিযোগও জমা পড়ছে। পুলিশের পক্ষ থেকে জনসাধারনকে সতর্ক করা হচ্ছে প্রচারের মাধ্যমে । তা সত্ত্বেও সাইবার ক্রাইমের স্বীকার হচ্ছে মানুষ। গত ছয় মাসে ৮৬ লাখ ৭৫ হাজার টাকা ফ্রডের অভিযোগ দায়ের হয়েছিলো। ৬৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা গেছে বলে সূত্রের খবর । সাইবার ক্রাইম সেলের এসিপি মৌমিতা সেনের নেতৃত্বে অফিসাররা আইএমইআই নম্বর দিয়ে ট্রাক করে মোবাইল উদ্ধার করতে সমর্থ হয়েছে। মানুষ সচেতন হলে তবে সাইবার ক্রাইম আটকানো যেতে পারে। ভুলভাল ওয়েব সাইট, অচেনা নম্বরের মেসেজ এড়িয়ে চলতে হবে বলে সতর্ক করেন সিপি।