কোভিড পরিস্থিতিতে নাজেহাল দেশবাসী। এখন শুরু হয়নি করোনার টিকাকরণ। এর মধ্যেই আবার ভয় দেখাচ্ছে বার্ড ফ্লু। মধ্যপ্রদেশ, কেরল ও হিমাচল প্রদেশেও জারি হয়েছে সতর্কতা। এর আগেই রাজস্থানে শয়ে শয়ে কাক, ময়ূর মারা যাওয়ার খবর মিলেছিল। দেশের চারটি রাজ্যে শয়ে শয়ে পাখির মৃত্যু ভাবাচ্ছে প্রশাসনকে। এটি ভাইরাস বাহিত এক ইনফ্লুয়েঞ্জা, যার সংক্রমণে পাখিদের মধ্যে দেখা যায় প্রবল শ্বাসকষ্ট। অত্যন্ত ছোঁয়াচে এই অসুখ ছড়িয়ে পড়তে পারে মানুষের মধ্যেও। যার প্রকোপে মৃত্যুও হতে পারে। ফলে প্রয়োজন অতিরিক্ত সতর্কতার।