কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। তবে ভারত বায়োটেকের কোভ্যাকসিন এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেনি। ফলে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। এনিয়ে দেশের মানুষকে আশ্বাস দিলেন এইমস প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া। রবিবার তিনি বলেন, কেউ কোভ্যাকসিন নেওয়ার পর কোনও সাইড এফেক্ট হলে তার জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং দেশে করোনার নতুন প্রজাতির সংক্রমন বাড়লে কোভ্যাকসিন ব্যবহার করা হবে। তবে তা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পর।