বাগুহাটির ইস্ট মল রোডে এক যুবতীর রহস্যজনক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, শনিবার রাতে তালা ভেঙে সুইটি কৌর নামে ওই যুবতীর দেহ উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ। মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ওই যুবতী দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর সুইটি কৌর সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে এক বাড়িতে তিন মাস আগে ভাড়া থাকতেন। ৩১ ডিসেম্বর সুইটিকে শেষে বারের মত দেখেছিলেন বাড়িওয়ালা। তার পরে আর তাকে দেখা যায়নি। শনিবার পচা গলা গন্ধ পেয়ে বাড়িওয়ালা নিজেই বাগুইআটি থানায় খবর দেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, তাকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে। সুইটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে খোঁজ নেই সৌরভ চক্রবর্তীর।