জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যু। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দননগর এলাকায়। জানা গেছে, গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক সঞ্জয় দাসের নাইট ডিউটি ছিল। তিনি কাজ করতেন পাটঘরে। পাট নামানোর সময় তার গায়ে পাটের গাট পড়ে যেতেই যন্ত্রনায় কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মিলের ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হলেও পথেই মৃত্যু হয় ৩৫ বছরের সঞ্জয় দাসের। ঘটনার প্রতিবাদ স্বরুপ মৃতের পরিবার ও শ্রমিকদের দাবি ক্ষতিপূরন সহ একজনের চাকরি ও কোয়ার্টার দিতে হবে। তাদের দাবি পূরণ না হলে দেহ বাইরে নিয়ে যেতে দেবেন না তারা।