নতুন বছরে দেশবাসীর কাছে নয়া সুখবর। এবার দেশজুড়ে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে বিনামূল্যে। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশবাসীকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, দেশজুড়ে ইতিমধ্যেই টিকাকরণের ড্রাই রান চলছে। পশ্চিমবঙ্গে তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বেচ্ছাসেবকের উপর টিকার ড্রাই রান হয়।