২১শের নির্বাচনে লক্ষ্য সমস্ত রাজনৈতিক দলের। রাজ্যের শাসনকার্য বহাল রাখতে তৃণমূলের পাশাপাশি বিজেপি দলও একাধিক দলীয় কর্মসূচী গ্রহন করছে। এবার ভোটের ময়দানে নামতে চলেছে সিপিএম। সিপিএম দল রাজ্য ও দেশের পরিস্থিতি রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে সিপিএম তার শ্রমিক সংগঠনের ব্যানারে শুরু করছে, ‘বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি। সিপিএম সূত্রে খবর, ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম দফার কর্মসূচি। আগামী ৩ জানুয়ারি ৭৫ ও ৭৬ নম্বর ওয়ার্ড থেকে চালু হবে ওই কর্মসূচি। এছাড়াও আগামী ১৮ জানুয়ারি জেল ভরো ও আইন অমান্য কর্মসূচি পালন করবেন বাম সমর্থক-কর্মীরা।