আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী বাংলাতে শপথ নেবেন, তারপরের দিন থেকেই বাংলায় সিএএ লাগু হবে। বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুরে ফুলিয়া বাসস্ট্যান্ডে চায় পে চর্চা যোগ দিয়ে এ কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় প্রাণীসম্পদ মন্ত্রী সঞ্জীব বালিয়ান। সেখানেই নিজেদের দলীয় কর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,এখানকার মানুষের যেভাবে উন্মাদনা দেখছি আগামী বিধানসভায় বিজেপি বাংলা সরকার গড়তে চলেছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত যোজনা গুলি রয়েছে এই বাংলায় কোন সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না। রাজ্যের তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনা গুলি আটকে রেখেছে। পশ্চিমবঙ্গের কৃষকদের যে অধিকার সেগুলো বন্ধ করে রেখেছে এই সরকার। পশ্চিমবঙ্গে কোন উন্নয়ন হয়নি, গুন্ডারাজ চলছে। এই বাংলায় প্রতিদিন বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে জানান কেন্দ্রীয় প্রাণীসম্পদ মন্ত্রী।