বলা হয় করোনা ছড়িয়েছিল চীন থেকেই। এবার সেই চীনই প্রথম সাফল্য পেল করোনা ভ্যাকসিন বিতরণের ছাড়পত্র। বৃহস্পতিবার জনতার মধ্যে বিতরণের জন্য সিনোফার্মের তৈরি টিকায় ছাড়পত্র দিল বেজিং। দেশের জনতাকে নববর্ষের উপহার হিসেবে করোনা টিকায় ছাড়পত্র দিয়েছে শি জিনপিং প্রশাসন। প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থা এর দাবি টিকাটি ৭৯.৩৪ শতাংশ কাজ করে। ফলে ভবিষ্যতে করোনা সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যাবে। সাথেই জানা গিয়েছে, টিকার দুই ডোজের দাম ভারতীয় মূল্যে প্রায় ১০ হাজার টাকা হতে পারে। তবে চীনের তরফে থেকে এখনও এর সঠিক মূল্য কত তা প্রকাশ করা হয়নি।