করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে ব্রিটেনে। যার আতঙ্কে গোটা বিশ্ব। বিশেষজ্ঞদের মতে, সম্ভবত নতুন স্ট্রেনের জেরেই এই দেশ করোনার দ্বিতীয় ধাক্কার মুখোমুখি হচ্ছে। বলা হচ্ছে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন আগের ভাইরাসের চেয়ে ৭০ শতাংশ দ্রুত ছড়িয়ে পড়ে। এই স্ট্রেন ঘিরে সমগ্র বিশ্ব রীতিমতো আতঙ্কে রয়েছে। যার জেরে ২০২১ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিজিসিএর তরফে। তবে কিছু রুটে পূর্ব ঘোষিত বিমান চলাচল করবে বলে জানানো হয়েছে। বাণিজ্যিকভাবে এই বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। বুধবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ব্রিটেন ভারত বিমান চলাচল ২০২১ সালের ৭ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।