করোনার নতুন স্ট্রেন ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে। এই নতুন স্ট্রেনে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ২০ জন। তাই আপাতত ব্রিটেন -ভারত বিমান স্থগিতের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত, ৭ ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে ব্রিটেন-ভারত বিমান। বুধবার সকালে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী ট্যুইট করে একথা জানান। ব্রিটেনে করোনাভাইরাসের নয়া স্ট্রেনের খোঁজ মিলতেই ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ভারত থেকেও কোনও বিমান যাবে না ব্রিটেনের উদ্দেশেও। সম্প্রতি সেই সময়সীমা বাড়াল কেন্দ্র।