মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঢোলাহাট এলাকায় এক বঙ্গধনী সভার আয়োজন করা হয়। সাথেই এই সভা থেকে কেন্দ্রীয় সরকারে জনবিরোধী ও সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে কলরব তোলা হয়। এদিন ভগবানপুর থেকে নুনতোলা মোড় পর্যন্ত তৃণমূলের শীর্ষ নেতারা পথে হেঁটে বঙ্গধ্বনি পথসভা করেন। এই পথ সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃনমূল ট্রেড ইউনিয়নের সভাপতি শক্তিপদ মণ্ডল, কুল্পি বিধায়ক যোগরঞ্জন হালদার, সহ অঞ্চল প্রতিনিধিগণ।