১ জানুয়ারি থেকে বাধ্যতামূলক হতে চলেছে গাড়ির ফাস্ট্যাগ। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক জানিয়েছে,
চার চাকার গাড়িতে ফাস্ট্যাগ না লাগানো থাকলে,গাড়ির মালিকের কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইনে জরিমানা
করা হবে। দেশের জাতীয় সড়কগুলিতে ভীড় এড়াতে এবং পরিবহন সময় কমাতে টোল প্লাডা গুলিতে
ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করেছে কেন্দ্র।