কৃষি আন্দোলন প্রত্যাহারের দাবিতে আবারও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকার সিঙ্ঘুতে যেভাবে কৃষকদের ওপর দমন পীড়ন করছে তার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেত্রী। অবিলম্বে এই অত্যাচার বন্ধ করার আবেদন জানাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত ৪৫ জন কৃষক প্রান হারিয়েছেন,গনতন্ত্রে এটা চলতে পারে না বলে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান সাংসদ কাকালি ঘোষ দস্তিদার । সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমবঙ্গে মাঝে মাঝেই পর্যটকেরা ঘুরতে আসছেন এসে পশ্চিম বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর তীব্র নিন্দা করা হয়।