দেশের বিভিন্ন প্রান্তে টোল ট্যাক্স তুলে দিতে চায় কেন্দ্র। টোল ট্যাক্সের পরিবর্তে গাড়িতে ফাস্ট্যাগ লাগানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আগামী ১ জানুয়ারি থেকে প্রত্যেক গাড়িতে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র। প্রত্যেক গাড়িতে লাগাতেই হবে এই ট্যাগ। FASTag কেনার জন্য এককালীন ২০০ টাকা ফি দিতে হবে প্রত্যেক গ্রাহককে, এবং একবার রেজিস্ট্রেশন শেষ করার পরে প্রয়োজন অনুযায়ী FASTag রিচার্জ করতে হবে। শুক্রবার ন্যাশানাল হাইওয়ে অথ্যারিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক দিন ৫০ লক্ষ ট্রানজাকশন হয়েছে এই FASTag থেকে। এখনও পর্যন্ত ২.২০ কোটি FASTag লাগানো হয়েছে। রেকর্ড বলছে, প্রতিদিন ৮০ কোটি টাকা এই FASTag থেকে মিলছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকড়ি এই FASTag সম্পর্কে জানান, এই ফাস্ট্যাগের সুবিধা হল টোল প্লাজায় নগদ টাকা দেওয়ার জন্য গাড়ি থামাতে হবে না। গাড়িটি যখন প্লাজার মধ্য দিয়ে যাবে তখনই প্রিপেড বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টোলের টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এতে সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয় হবে বলে।