ফের উপত্যকায় বানচাল নাশকতার বড়সড় ছক। শুক্রবার থেকে জম্মু-কাশ্মীরের শোপিয়ানে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শোপিয়ানের কানিগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দেন গোয়েন্দারা। ওই খবরের উপর ভিত্তি করেই গতকাল থেকে শুরু করা হয় অভিযান। জঙ্গিদের পালানোর পথ বন্ধ করতে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এই সংঘর্ষে সেনার দুই জওয়ানও আহত হয়েছেন।