রক্তচাপ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত। জানা গেছে, তাঁর শ্যুটিং সেটে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় থালাইভার করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে তিনি চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রক্তচাপের মাত্রা ঠিক হলে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছে তার ভক্ত মহল।