লকডাউন এর মধ্যে বন্ধ থাকার কথা নয় শ্মশান গুলির। ভাটপাড়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন শ্মশান গুলি অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে। তাই বিপাকে পড়েছে ভাটপাড়া পুরসভার মুক্তাপুর শ্মশানের কর্মীরা। সরকারি নিয়মের তোয়াক্কা না করে শবদাহ করতে আসছেন দলে দলে।শ্মশান কর্মীরা প্রতিবাদ করলে তারাও আক্রান্ত হচ্ছেন।পুলিশ ও পুরসভাকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না বলে জানান শ্মশানের কর্মীরা।কর্মীদের বক্তব্য এই করোনা মহামারীর সময়ে যেখানে করোনা যুদ্ধে সাহায্যকারীরা সম্মান পাচ্ছেন, সেখানে যারা জীবন বাজি রেখে সৎকার করছেন তাদেরকে সম্মান তো দূরে থাক আক্রান্তও হতে হচ্ছে।এরকম চলতে থাকলে কাজে যাবেন না বলে জানান কর্মীরা।