দীর্ঘ অপেক্ষার পর জাঁকিয়ে শীত পড়লেও ফের উধাও শীত। তবে ফের উঠাও শীত। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। আপাতত এই আমেজ জারি থাকবে বলেই জানাল হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবরে সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি।