করোনার কারনে পিছিয়েছে টোকিও অলিম্পিক,বেড়েছে খরচের পরিমানটাও। অতিরিক্ত প্রায় ২২ শতাংশ খরচ বৃদ্ধি হচ্ছে বলে জানা গিয়েছে। ২০২০ সালে টোকিও অলিম্পিকের জন্য ১২.৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট ধার্য করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে সব মিলিয়ে খরচের পরিমাণ হবে ১৫.৪ বিলিয়ন মার্কিন ডলার। বাজেটের দিক থেকে টোকিও অলিম্পিক ইভেন্টের সর্বকালের রেকর্ড ভাঙতে চলেছে বলে মনে করা হচ্ছে। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, কোভিড মোকাবিলায় পিসিআর টেস্টিং এর পরিকাঠামো, ক্লিনিক তৈরি, খাবার, পানীয় জল, যাবতীয় সুরক্ষার জন্যই বেশি খরচ হবে।