করোনা রুখতে রবিবার জনতা কারফিউ তার উপর সোমবার থেকে লকডাউনের ঘোষনা করেছে কেন্দ্র। তারই মধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে সকাল থেকেই খুলে গেল জুটমিল গুলি। প্রতিটি জুটমিলেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। জগদ্দল মেঘনা জুটমিলে শ্রমিকদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শ্রমিকদের মাস্ক পরিয়ে, হাতে সেনিটাজার দিয়ে জীবাণু মুক্ত করিয়ে, কাজে প্রবেশ করালেন সাংসদ অর্জুন সিং।
পাশাপাশি কারখানা কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী জুটমিল শ্রমিকদের কপালে থারমাল থারমোমিটার ঠেকিয়ে শারীরিক তাপমাত্রা পরীক্ষা করে কাজ যোগ দেয় শ্রমিকরা।