বাস ও মিনিবাস বন্ধের সিদ্ধান্ত নিল বাস মালিক কর্তৃপক্ষ। মালিক পক্ষ জানিয়েছে, বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য একাধিক রুটে বাস ও মিনিবাস পরিষেবা বন্ধ থাকবে। মালিক সংগঠনের দাবি, লকডাউনের পরে যাত্রী সংখ্যা কমে গিয়েছে। তার উপরে দাম বেড়েছে ডিজেলের। এই পরিস্থিতিতে বাস চালালে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। ভাড়া বৃদ্ধি না হলে বাস চালানো সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস বন্ধ থাকবে এই রুট গুলিতে-
১২ রাজাবাগান-রাজাবাজার
১২-এ রাজাবাগান-হাওড়া
১২বি কমল টকিজ- এসপ্লানেড
১২এডি আক্রাফটক-হাওড়া
৩৯ পিকনিক গার্ডেন-হাইকোর্ট
৩৯এ/২ হাওড়া স্টেশন-ভোজেরহাট
৩৯ হাওড়া স্টেশন-ভিআইপি বাজার