জীবশ্রেষ্ঠ মানুষের শেষ সত্কারের জন্য রয়েছে শশ্মান। এবার মানুষের পাশাপাশি প্রানীদের শেষ সত্কারের ব্যবস্থা করতে চলেছে দক্ষিণ দিল্লি পৌরসভা। বাড়িতে কুকুর বা বিড়াল, পোষ্য হিসেবে থাকতে থাকতে পরিবারের সদস্যদের মতোই হয়ে যায়। ফলত অনেকেই চান তাদের সত্কার করতে। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। পোষ্যদের জন্য শুধু শশ্মান নয়,সেখানে থাকবে পুরোহিতও। তবে বাড়ির পোষ্যদের জন্য অর্থ লাগলেও রাস্তার কুকুরদের বিনামূল্যেই এখানে শেষকৃত্য সম্পন্ন হবে। এমনকি মৃত কুকুর-বিড়াল আনার জন্য গাড়ির ব্যবস্থাও করা হবে।