শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। এবং মঞ্চ থেকেই দলের হয়ে সমস্ত কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। বিজেপি সূত্রে খবর, আগামী ২৬ ডিসেম্বর থেকে জেলা সফরে বের হতে পারেন শুভেন্দু অধিকারী। কোন কোন জেলায় যাওয়ার প্রয়োজন রয়েছে তার একটি তালিকাও তৈরি করছেন তিনি। তবে জেলা সফর শুরুর আগে শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করতে পারেন বলেও জানা গেছে।