সোমবারে রাতের আকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। প্রায় ৪০০ বছর পর হতে চলেছে এক অবিস্মরনীয় ঘটনা- গ্রেট কনজাংশন। একেবারে কাছাকাছি আসছে বৃহস্পতি ও শনি এই দুই উপগ্রহ। সোমবার বিকেল ৫ টা থেকে এই দৃশ্য দেখা যাবে খালি চোখে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, দুই বৃহদাকার গ্রহ অবস্থান করবে শূন্য দশমিক এক ডিগ্রি কৌণিক দূরত্বে। এর ফলে সূর্যাস্তের পর পৃথিবী থেকে দু’টি গ্রহকেই দেখা যাবে একই আকারের। পাশাপাশি তারা জানিয়েছেন, সৌরমন্ডলের সবচেয়ে বড় দুটি গ্রহের এত কাছাকাছি আসা দুর্লভ ঘটনা৷ ২০৪০ সালে আবার একে অপরের কাছাকাছি আসবে সৌরমন্ডলের এই দুই গ্রহ।