রাজ্য ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর By Bhoomitv admin - December 21, 2020 0 0 Facebook Twitter Pinterest WhatsApp ReddIt Email Telegram LINE কাঁপল ভূস্বর্গ। সোমবার সকাল ৮.৩৩ মিনিটে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। একদিকে প্রবল ঠান্ডা, অন্যদিকে ভূমিকম্প আতঙ্কিত ভূস্বর্গবাসী। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।