এবার রেশনে দেওয়া আটার মধ্যে মিলছে প্লাস্টিকের টুকরো। ফলে আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার থেকে উলুবেড়িয়ার চন্ডীপুর পটুয়াপাড়ার রেশন থেকে যে আটা দেওয়া হয়েছে, তা ঘরে নিয়ে গিয়ে এলাকার মানুষ মাখা শুরু করতেই বেরিয়ে আসছে গুঁড়ি গুঁড়ি প্লাস্টিক। তার জেরে এই এলাকায় যেমন ক্ষোভের সৃষ্টি হয়েছে তেমনি ছড়িয়েছে আতঙ্কও। রেশন নিয়ে রাজ্য জুড়ে চলছে দুর্নীতি। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরেও উঠে আসছে এমনই ঘটনা। যার জেরে স্বাভাবিক ভাবেই লকডাউনের মধ্যেই ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষে।