দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর এই লকডাউনের মধ্যেই কোম্পানি খুললো বিধায়ক দিলীপ মণ্ডলের উদ্যোগে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার ভাষা পাম্প ভিলেজের কারবেক হোল্ডিং লিমিটেড কোম্পানি গত ৯ মাস ধরে বন্ধ। এখানে মূলত এলপিজি, ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডারের ভাল্ভ, সিলিন্ডার তৈরি হয়। ৫০০ জন শ্রমিক কাজ করে এই কোম্পানিতে। ২ টি শিফ্টে কাজ হয় এখানে। কিন্তু দীর্ঘ ৯ মাস ধরে কোম্পানি বন্ধ থাকায় সংসার চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শ্রমিক সহ তাদের পরিবারকে। তার উপরে গোদের উপর বিষ ফোঁড়া কারণ কোভিড ১৯। করনো ভাইরাসের জেরে লকডাউন, গৃহবন্দি মানুষ। ফলে সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধ কোম্পানির শ্রমিকদের। বন্ধ কোম্পানি খোলায় স্বস্তির নিঃশ্বাস শ্রমিক মহলে।