বারাসাতে এবার করোনা আক্রান্ত হল চিকিৎসক। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। ৪১ বছর বয়সী আক্রান্ত চিকিৎসক বাইপাস সংলগ্ন একটি বেসরকারী হাসপাতাল ছাড়াও বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন। বিগত কয়েকদিন ধরেই শরীর খারাপ থাকায় তিনি নিজেকে বারাসাতের বিজয়নগরে নিজের বাড়িতেই সেলফ কোয়ারেন্টাইন করে রেখেছিলেন। মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। উল্লেখ্য রাতেই কলকাতার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই চিকিৎসককে। খবর পাওয়া মাত্রই জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন পৌরসভার উদ্যোগে ওই এলাকাকে কন্টেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা করে এবং বাঁশ দিয়ে সিল করে দেয়া হয় আক্রান্তের বাড়ির আশেপাশের এলাকার সমস্ত রাস্তাঘাট। অপরিহার্য কারণ ও পরিস্থিতি ছাড়া এলাকার সমস্ত মানুষকে বাড়ি থেকে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই আক্রান্তের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আক্রান্তের বাড়ির আশেপাশে সমস্ত রাস্তা। রাসায়নিক ছড়িয়ে এলাকা স্যানিটাইজ করেছে বারাসাত পৌরসভা। সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রয়েছে এলাকায়, তাঁদের খবর দিলেই এলাকার মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রশাসন।