দীর্ঘ ৪৫ দিন পর হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল দিল্লি স্পেশাল। প্রায় ১০২৮ জন যাত্রীকে নিয়ে দিল্লির দিকে রওনা দিল এই ট্রেন। শুধু তাই নয় হাওড়া স্টেশনে ঢোকার মুখে তাদের শারীরিক পরীক্ষাও করা হয়। এরপর তাদের বৈধ টিকিট দেখিয়েই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়। পাশাপাশি রেলওয়ে সুরক্ষা কর্মীরা যাত্রীদের বিশেষ সতর্কতার সঙ্গে পৌঁছে দিয়েছে ট্রেনের দোরগোড়া অবধি এবং সেখানে রেলের কর্মীরা তাদের উপর স্যানিটাইজার স্প্রে করে তবেই ভেতরে প্রবেশ করতে দেয়। পাশাপাশি নিখিল চক্রবর্তী জানান ট্রেনে বিশেষ সর্তকতার জন্য রাখা হয়েছে স্বাস্থ্যকর্মী ডাক্তার। এবং ট্রেনে যাত্রীদের দেখভালের জন্য বিশেষ প্রশিক্ষিত কর্মী যারা কোন রকম অসুবিধা হলে সরাসরি পৌঁছে যাবেন যাত্রীদের কাছে। তবে দীর্ঘদিন পরে বাড়ি ফিরতে পেরে যাত্রীরা অনেকটাই খুশি।