বহুদিন রাস্তা খারাপ থাকায় তার প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের শেরপুর থেকে কান্দি ব্লকের জিবন্তি পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সরকারের অধিনে রাস্তা থাকলেও বর্তমানে তা ভগ্নদশায় পরিনত হয়েছে। রাস্তায় তৈরি হয়েছে খানাখন্দ। যার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রী সকলেই। শনিবার তারা তিন ঘন্টা রাস্তা অবরোধ করে।