মধ্যমগ্রামে ফিল্মি কায়দায় ভর দুপুর বেলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি।ঘরির কাটায় বিকেল চারটে,মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন ওভার ব্রীজের গোরায় কন্যানি জুয়েলার্স নামের এক সোনার দোকানে ৫ জন ঢোকে কেনাকাটা করবে বলে।তারপরেই শুরু হয় দুষ্কৃতি রূপ।আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট শুরু হয়।দোকানে কর্মরত কর্মী থেকে মালিকের সাথে ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয়।এক দুষ্কৃতি কে আঘাতও করা হয় বলে জানা যায়।মুহুর্তের মধ্যে লুটপাট চালিয়ে পালিয়ে যায় পাঁচ দুষ্কৃতকারী। খবর পৌছায় মধ্যমগ্রাম থানায়।ঘটনাস্থলে এসে পৌছা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ বিশাল পুলিশ বাহিনী।দুষ্কৃতকারীরা মোট কত সোনার অলঙ্কার এবং নগদ কত টাকা নিয়ে পালিয়ে তা তদন্তস্বার্থে এখনো পুলিশ সূত্রে জানা যায়নি।তবে লুটের পরিমান যথেষ্ট বলেই জানা যায়।করোনা আতঙ্কে কিছুটা হলেও রাস্তাঘাটে লোকজন কম,আর এই সুযোগকে কাজে লাগিয়ে এই দুঃসাহসিক চুরির প্লান চালায় দুষ্কৃতকারীরা।পুরো ঘটোনার তদন্ত শুরু করেছে পুলিশ,তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কারা তার হদিশ পাওয়া যায়নি।