লক ডাউনের মধ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান এমপি ল্যাডের ৬ লক্ষ ২৩ হাজার টাকায় পিপিই কিট, সেনিটাইজার তুলে দিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে। পাশাপাশি প্রায় আদ ঘন্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশাসনিক কর্তাদের কাছে বসিরহাটের করোনা সম্পর্কে খোঁজখবর নেন এই বিষয়ে আলোচনা করেন। শনিবার দুপুরে বসিরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের অফিসের মিটিং হলে পিপিই কিট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবব্রত বন্দ্যোপাধ্যায়, বসিরহাট জেলা হাসপাতালের সুপার ডাক্তার শ্যামল হালদার, বসিরহাটের এসডিও বিবেক ভষ্মে, এসডিপিও অভিজিৎ সিংহ মহাপাত্র, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান তপন সরকার প্রমুখ ব্যক্তিবর্গ। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান করোনা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন কনফারেন্সিং এ উপস্থিত জেলা ও মহাকুমা আধিকারিকদের কাছ থেকে। প্রয়োজনে তিনি আরো স্বাস্থ্য কিট দেওয়ার প্রতিশ্রুতি দেন।