লকডাউন এর জেরে কাজকর্ম সমস্ত বন্ধ। বারবার সরকারকে অনুরোধ জানালেও কোনো সুরাহা মিলছে না। দিনের-পর-দিন সরকারি নির্দেশিকার দিকে তাকিয়ে ছিলেন হলদিয়ার ১৯ জন পরিযায়ী শ্রমিক। পকেটের পয়সা শেষের পথে। জমানো টাকা শেষ হবার আগেই বাড়ি ফিরতে হবে। তাই হলদিয়া থেকে ১৯ জনের একটি পরিযায়ী শ্রমিকের দল সাইকেল নিয়ে ঝাড়খণ্ডের বাড়ির দিকে রওনা দিলেন। সঙ্গে কয়েকটি রুটি, গন্তব্য স্থল ঝাড়খন্ড। পথে যদি খাওয়ার শেষ হয়ে যায় কি করবে তা বুঝে উঠতে পারছেন না। ভোর চারটে থেকে সাইকেলের চাকা ঘুরছে। কবে ঝাড়খন্ডে পৌঁছাবে তা কিছুই জানেনা পরিজায়ী শ্রমিকেরা। যে শ্রমিকরা দেশ গড়ার কারিগর তাদের অবস্থান করুন।