কাঞ্চজঙ্ঘার পর দার্জিলিংয়ের টয় ট্রেনই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষনীয় বিষয়। তবে এবার পুজোর সময় টয় ট্রেন চলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনার সময় রাজ্যে ট্রেন চলবে কিনা তা এখন নির্ভর করে রাজ্য সরকারের ওপরও। সেই কারণে পুজোয় পাহাড়ে ‘জয় রাইড’ চালানোর জন্য দার্জিলিং জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছে দার্জিলিং হিমালায়ান রেল কতৃপক্ষ। জেলাশাসক আবার এবিষয়ে রাজ্যের কাছে অনুমতি চেয়েছে।