পূর্ব বর্ধমান : গ্যাস এজেন্সীর নাম করে এটিএমের তথ্য নিয়ে অ্যাকাউন্ট টাকা গায়েবের অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের বুদবুদে। ৮ দফায় ৩০ হাজার ৫৯৮ টাকা তুলে নেওয়ার অভিযোগ অজানা নম্বরে ফোন আসা প্রতারকের বিরুদ্ধে। বুদবুদ থানায় ও বুদবুদ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে অভিযোগ দায়ের করেছেন প্রাতারিত ব্যাক্তি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বুদবুদ এলাকায়। উজ্জ্বালা যোগনাই বিনামূল্যে গ্যাস ও জনধন যোগনাই টাকা দেওয়ার নাম করে এটিম নাম্বার নেই এবং ওটিপি চাই বলে অভিযোগ। আঠ দফায় ৩০ হাজার ৫৯৮ টাকা তুলে নেয় বলে অভিযোগ। পুলিশ পুরো ঘটনা ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।