হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। দেশের সব থেকে পেঁয়াজের মাণ্ডি মহারাষ্ট্রের লাসলগাঁওতে গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে পেঁয়াজের দাম। জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম ফের বাড়বে। কারণ দেশের বহু অংশে অতি বৃষ্টির জেরে ফসল নষ্ট হয়েছে। গত তিনদিনে সেখানে এক কুইন্টাল পেঁয়াজের দাম ৩৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৪০০ টাকা। আগামী দু-তিন মাস পেঁয়জের দম বৃদ্ধি হবে বলে
জানা যাচ্ছে।