করোনা আবহের মধ্যেই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে ৩টি ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছিল শীলা। তবে সদ্যজাতরা পুরুষ না স্ত্রী তা তখনও স্পষ্ট ছিল না। এবার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ শেষ পর্যন্ত লিঙ্গ নির্ধারণ করে অরন্য ভবনে খবর পাঠালেন। শীলা ৩টিই পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তিনজনের নাম রাখারও অনুরোধ জানান হয়েছে। গত ৫ অগাষ্ট জন্ম হয় তাদের। করোনার জন্য এতদিন তাদের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি। এতদিন দিন পর পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে পুরো বিষয়টি অরন্য ভবনে জানিয়েছে। নতুন অতিথিদের আগমণে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল ৭। শীলা, ভিবান, রিকা, কিকা ও নতুন তিন শাবক।