পূর্ব বর্ধমান : বেতন এবং কাজের দাবিতে বিক্ষোভ দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপার জয় বালাজি কারখানার ৩ নম্বর গেট আটকে। জানা গেছে তাদের ঠিক মত বেতন এবং কাজ শুরু হওয়ার পরেও কাজ দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। এই অভিযোগে বৃহস্পতিবার স্থায়ী কর্মীদের কারখানায় ঢুকতে বাঁধা দেয় শ্রমিকরা। কারখানার ঠিকা শ্রমিকরা জানান তাদের বেতন এবং কাজ দিতে হবে। বুধবার থেকে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা।যতক্ষন না কারখানা কর্তৃপক্ষ কোনো কিছু বলছে ততক্ষন পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা। অপরদিকে কারখানা কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বললে জানান, তারা সরকারি নিয়ম মত সমস্ত টাকা শ্রমিকদের দিয়েছেন। লকডাউনের জন্য ধাপে ধাপে শ্রমিক নেওয়া হচ্ছে। কোনো কেউ কাজ হারাবে না বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।