২০১৩ সালের ২৩ শে এপ্রিল কাশ্মীর থেকে গ্রেপ্তার হন সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। তবে এবার সারদা কর্তাকেই নিয়ে হঠাৎ পড়ল হইচই। কোথায় আছেন সারদা কর্তা সুদীপ্ত সেন? সারদা কর্তাকে খুঁজে পেতে কার্যত হন্যে হতে হল সিবিআই কর্তাদের। আলিপুর, প্রেসিডেন্সি, বারুইপুর ঘুরে শেষে পাওয়া গেল সুদীপ্ত সেনকে। জানা যাচ্ছে,একটি মামলার নোটিস সারদা কর্তার হতে তুলে দিতে ঝাড়খন্ড থেকে কলকাতা আসেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কর্তারা। কলকাতায় এসে তারা আলিপুর জেলে তাঁর সাথে দেখা করতে যান। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নী। এরপর আলিপুর জেলে এক কর্মী জানান, ২০১৮ সালে তাকে বারুইপুর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাকে না পাওয়া গেলে কলকাতা দফতরের সাথে যোগাযোগ করেন। তারপর তাঁরা যান প্রেসিডেন্সি জেলে। সেখানেই দেখা মেলে সারদা কর্তা সুদীপ্ত সেনের। তবে কেন এই গোয়ান্দাদের আদগমন? জানা যাচ্ছে, ২১ শের বিধানসভার আগে বাংলার চিটফান্ড নিয়ে নাড়াচাড়া করতে পারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলি। তার জেরেই হয়তো হঠাৎই দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবীর কাছে সিবিআই-এর তরফ থেকে নোটিস পাঠানো হয়।