আবারও খবরের শিরোনামে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। একের পর এক বিদেশি বিনিয়োগকারী সংস্থার ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে রিলায়েন্স। RRVL-এ ৫৫১২.৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আবু ধাবির সংস্থা মুবাডালা ইনভেস্টমেন্ট সংস্থা আদিয়া(ADIA)। রিলায়েন্স রিটেলের ১.২০ শতাংশ শেয়ার কিনছে তারা৷ এখনও পর্যন্ত রিলায়েন্স রিটেলে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ ৩৭,৭১০ কোটি টাকা। সিলভার লেক,কেকেআর,জেনারেল আটলান্টিক,মুবাডালা,জিআইসি,টিপিজি এবং এডিআইএ সহ এর মতো বিশ্বের অগ্রণী সংস্থাগুলি গত চার সপ্তাহেরও কম সময়ে রিলায়েন্সের রিটেল ব্যবসায় বিনায়োগ করছে। দেশজুড়ে রিলায়েন্সের ১২ হাজার স্টোর রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘‘ এই বিনিয়োগের ফলে আমরা খুব খুশি। আদিয়া বিনিয়োগের মাধ্যমে ভারতের রিটেল সেক্টরকে অন্য উচ্চতায় নিয়ে যাবে৷ এটা ট্র্যাক রেকর্ড অত্যন্ত সমৃদ্ধশালী ৷’’