মোবাইল কোম্পানির টাওয়ার বসানোর নাম করে প্রতারণা। টাওয়ার বসালে ২৫ লক্ষ টাকা ও চাকরির অফার। ঘটনায় গ্রেফতার মোট ১৩ জন। সল্টলেক থেকে গ্রেফতার করা হয়। সেক্টর ফাইভে ইসিপিএস থানার পাশেই রীতিমতো অফিস খুলে চলছিল এই প্রতারণার ব্যবসা। যে রাজী হত তাকে বিভিন্ন কাজের প্রসেসিং ফি এর নাম করে ও অন্যান্য পদ্ধতি দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করত। এই কোম্পানী মোট ১২০ জন কাজ করত। লক্ষাধিক প্রতারকের নাম পেয়েছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে অফিস থেকে ৭০টি ফোন, ৩০টি ল্যান্ডফোন, ল্যাপটপ সহ দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার করে।